Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

সমুদ্রপথে মালয়েশিয়া পাচার হচ্ছিল ৩৭ রোহিঙ্গা

অভিযানে ৩ পাচারকারীকেও আটক করেছে পুলিশ

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৫:১৩ পিএম

কক্সবাজারের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু খাল ব্রিজের রামু সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারকালে ৩৭ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং ৩ দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) ভোররাতে রেজু খাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূলে অভিযান চালানো হয় বলে জানান হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) এসএম আতিক উল্লাহ।

তবে আটক দালালদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে চার শিশু, ১৭ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। এসব রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

এসআই আতিক উল্লাহ বলেন, “ভোর রাতে রেজু খালের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য কিছু সংখ্যক রোহিঙ্গা জড়ো করা হয়েছে, এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দালাল পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়।”

আটক দালালদের বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এসআই আতিক উল্লাহ।

About

Popular Links