Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইয়েমেনে অপহৃত বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তা সুফিউল আনাম

সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩ পিএম

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহরণের শিকার হয়েছেন বাংলাদেশি নাগরিক একেএম সুফিউল আনাম। ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সুফিউল আনামের অপহরণের বিষয়টি তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইংরেজি দৈনিক “দ্য ডেইলি স্টার”।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল।

সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করছেন।

শনিবার ইয়েমেনের অ্যাডেনে কর্মরত ৫ জাতিসংঘ কর্মকর্তাকে অপহরণের বিষয়টি জানায় আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স। 

গত শনিবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মন্ত্রীসভার বরাতে দেশটির সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, জাতিসংঘের অপহৃত কর্মীদের মুক্ত করার জন্য কাজ করছে সরকার।

অপহৃতদের ভেতর ৪ জনই ইয়েমেনের নাগরিক বলেও জাতিসংঘ কার্যালয়ের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনটিতে জানিয়েছে রয়টার্স।

   

About

Popular Links

x