রাজধানীর শুক্রাবাদ এলাকায় একটি ভবনের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে মো. আকাশ (২৪) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আকাশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন বলে তার বন্ধু পঙ্কজ জানিয়েছেন।
পঙ্কজ বলেন, “বুধবার (২৩ মার্চ) ভোর সাড়ে তিনটা পর্যন্ত আকাশসহ আমরা সবাই জেগে ছিলাম। ঘুম থেকে ওঠার পর আমরা শুনি আকাশের লাশ ভবনের সামনে পাওয়া গেছে।”
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আকাশের মুখ থেকে গন্ধ আসছে। ধারণা করা হচ্ছে, সে টয়লেট ক্লিনার খেয়ে বিল্ডিং থেকে লাফ দিয়েছে।
তবে তার বন্ধুদের কেউই আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারেনি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।