Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

বুড়িগঙ্গায় বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৪

নিখোঁজ চারজনকে উদ্ধারে কাজ চলছে

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৯:২০ পিএম

বুড়িগঙ্গার ওয়াইজঘাট অংশের কাছাকাছি এলাকায় বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী খেয়া নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন চারজন। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌপুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নৌপুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার কবির হোসেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, “বালুবাহী ট্রলারের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, এতে চারজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।”

নিখোঁজদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এখনও আমরা তেমন কোনো তথ্য পাইনি। তথ্য পেলে জানানো হবে।”

About

Popular Links