Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১০ জন

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১০:২৭ এএম

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও শিক্ষার্থীসহ অনন্ত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ৩ শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, গৌরীপুরের বটতলা এলাকায় লেগুনার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে লেগুনার চালকদের সঙ্গে ড্যাফোডিলের শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। 

পরে ওই শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে বিষয়টি সহপাঠীদের জানান।এরপর শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে গৌরীপুর এলাকায় অবস্থান নিলে লেগুনার চালক ও স্থানীয়দের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় শিক্ষার্থীরা শতাধিক দোকান ভাঙচুর করেছে বলে অভিযোগ স্থানীয়দের।। 

খবর পেয়ে আশুলিয়া থানা ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ সময় আহত হন দুই পুলিশ সদস্য।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে তাদের দুই সদস্য আহত হয়েছেন।বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

   

About

Popular Links

x