Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর ‘আত্মহত্যা’

স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে

আপডেট : ২১ মে ২০২৩, ০৩:৪৬ পিএম

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২১ মে) সকালে রাজধানী ঢাকার সবুজবাগের বাসা থেকে নুপুর খাতুন (২৩) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নুপর খাতুন থাইল্যান্ড প্রবাসী তিতাস চৌধুরীর স্ত্রী। রবিবার ভোররাতে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে আমরা সকাল সাড়ে ছয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।”

তিনি আরও বলেন, “স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। তার বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট থানার দত্ত ডাঙ্গা গ্রামে। গত ১৮ মে তার স্বামী থাইল্যান্ড যাওয়ার পর সবুজবাগের বাসায় তিনি একাই ছিলেন।”

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

   

About

Popular Links

x