Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

দেশে নিবন্ধিত মোটরযান সাড়ে ৫৭ লাখ, ড্রাইভিং লাইসেন্স ৫৯ লাখ

জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান ওবায়দুল কাদের

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম

বর্তমানে দেশে নিবন্ধিত মোটরযানের সংখ্যা ৫৭ লাখ ৫২ হাজার ১৯৭ এবং ড্রাইভিং লাইসেন্স ইস্যুর সংখ্যা ৫৯ লাখ ৪৬ হাজার ৫২৩টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ওবায়দুল কাদের বলেন, “দেশে অদক্ষ ও লাইসেন্সবিহীন গাড়ি চালকের সংখ্যা ২৪ লাখ, তথ্যটি বস্তুনিষ্ট নয়। বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক নিবন্ধিত মোটরযানের সংখ্যা ৫৭ লাখ ৫২,১৯৭ (সাতান্ন লাখ বায়ান্ন হাজার একশত সাতানব্বই) এবং ড্রাইভিং লাইসেন্স (মোটরযানের শ্রেণি অনুযায়ী) ইস্যুর সংখ্যা ৫৯ লাখ ৪৬,৫২৩ (ঊনষাট লাখ ছেচল্লিশ হাজার পাঁচশত তেইশ)।”

জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, জনপথ অধিদপ্তরের মোট সড়কের সংখ্যা ৯৯২টি। এর মোট দৈর্ঘ্য ২২,৪৭৬.৩৫ কিলোমিটার।

About

Popular Links