Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

খিলগাঁওয়ে বিআরটিসি বাসে আগুন

অগ্রণী ব্যাংকের স্টাফদের পরিবহনের জন্য বাসটি ব্যবহার করা হয়

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ পিএম

ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আগুন দেওয়া হয় বাসটিতে। অগ্রণী ব্যাংকের স্টাফদের পরিবহনের জন্য বাসটি ব্যবহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি বলেন, “খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুইটি অগ্নিনির্বাপণ ইউনিট পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থলে যায়। তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।”

গত ২৮ নভেম্বর ঢাকার মহাসমাবেশ ডাকে বিএনপি। সেদিন ঢাকায় সংঘাত থেকে হতাহতের ঘটনা ঘটে। এরপর থেকে বিরতি দিয়ে দিয়ে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। এছাড়া নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদেও কর্মসূচি দিচ্ছে বিএনপি ও তার সমমনা দলগুলো।

সবশেষ বুধবার সকাল থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো।

২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা শহরে ২৫৩টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। কয়েকটি স্থাপনাসহ যানবাহনে দুর্বৃত্তদের এই আগুন দিয়েছে।

   

About

Popular Links

x