Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোট কেনার দায়ে আওয়ামী লীগ নেতার জেল

এসময় তার কাছ থেকে ১৭ হাজার টাকা জব্দ করা হয়। তিনি বরিশাল-৫ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন রিপনের সমর্থক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:১৮ পিএম

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোট কেনার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ জানুয়ারি) রাতে বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর মোর্শেদকে এ কারাদণ্ড দেওয়া হয়।

এসময় তার কাছ থেকে ১৭ হাজার টাকা জব্দ করা হয়। তিনি বরিশাল-৫ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের সমর্থক বলে জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী।

তিনি বলেন, “২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর মোর্শেদ তার এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকার বিনিময়ে ভোটারদের প্রলুব্ধ করছেন বলে অভিযোগ পাওয়া যায়। এজন্য তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

   

About

Popular Links

x