Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

গিজারের ভেতরে ৪৯ কেজি গাঁজা

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পিএম

টাঙ্গাইলের বাসাইলে পানির গিজারের ভেতরে লুকিয়ে রাখা ৪৯ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২২ এপ্রিল) গভীর রাতে উপজেলার নথখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার চারজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মো. ডালিম (৩০), রফিকুল ইসলাম, মো. নাঈম (২৩) এবং কিশোরগঞ্জের হৃদয় মিয়া। 

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আব্দুল বাছেদ বলেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একটি প্রাইভেটকারের সিটে দুটি এবং পেছনে মালামাল পরিবহনে ব্যবহৃত অংশে আরও দুটি ইলেক্ট্রিক গিজারের ভেতরে লুকিয়ে রাখা  ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার চারজন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কায়দায় গাঁজা বিক্রি করে আসছিল। তাদের বাসাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x