Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইসি হাবিব: জাল ভোট তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ

উপজেলা নির্বাচন ঘিরে দেশের কোথাও কোনো ধরনের সহিংসতাও সহ্য করা হবে না বলে জানান তিনি

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩২ পিএম

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, “উপজেলা পরিষদ নির্বাচনে কোনো কেন্দ্রে জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। ভোটকে ঘিরে দেশের কোথাও কোনো ধরনের সহিংসতাও সহ্য করা হবে না।”

শনিবার (২৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আগামী ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ইসি অবাধ নিরপেক্ষ ভোট করতে চায় জানিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার আহসান হাবিব।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পক্ষপাত নয়, অবাধ নিরপেক্ষ ভোট গ্রহণে কমিশন বদ্ধ পরিকর।”

এ সময় আরও উপস্থিত ছিলেন- বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

About

Popular Links