Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৩:১০ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মার্কিন ওয়েবসাইট ইয়াহু নিউজ এ খবর জানিয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলোর জিনার স্ট্রিটে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছ পুলিশ।

বাফেলোতে বসবাসরত কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক মতিউর রহমান লিটু জানিয়েছেন, গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ মিয়া (৫৮) এবং কুমিল্লার বাবুল উদ্দিন (৪৩)। হত্যাকাণ্ডের সময় শহরের পূর্বাঞ্চলে হ্যাজেলউড এলাকায় বাবুল উদ্দিন নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। তার সঙ্গে ইউসুফ মিয়াও ছিলেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয় পুলিশ এবং পুলিশের স্পেশাল উয়েপন্স অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) দল ওই এলাকা ঘেরাও করে রাস্তা বন্ধ করে দিয়েছে।

   

About

Popular Links

x