Saturday, June 15, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিল না পেয়ে আটকে রাখে মুন্নু মেডিকেল, শ্বাসকষ্টে শিশুর মৃত্যু

শ্বাসকষ্টে ভোগা শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু কর্তৃপক্ষ ছাড়েনি

আপডেট : ০২ জুন ২০২৪, ০৭:৩৭ পিএম

মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দেড় বছরের শিশু রোগী মারা গেছে। স্বজনদের অভিযোগ, তিন হাজার টাকা বাকি থাকায় শিশুটিকে আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার (২ জুন) দুপুর ১২টার দিকে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের ভেতরে বিক্ষোভ করেন।

তারা জানান, শ্বাসকষ্টের কারণে শনিবার দিবাগত রাত ২টার দিকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিবালয় উপজেলার বকচর গ্রামের সোহেল গাজীর দেড় বছরের ছেলে রেদোয়ানকে। রাতেই তার অবস্থার আরও অবনতি হয়। রবিবার সকাল ৮টায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।

মৃত শিশুর চাচা আবু হোসেনের অভিযোগ, ঢাকায় স্থানান্তরের জন্য বললেও তিন হাজার টাকা বিলের জন্য রোগী ও স্বজনদের আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।  জিম্মি অবস্থায় বিনা চিকিৎসায় দুপুর ১২টার দিকে মৃত্যু হয় রেদোয়ানের। 

স্বজনদের কাছ থেকে অভিযোগ পুলিশ ঘটনাস্থলে যায়। তখন হাসপাতালের ভেতরে বিক্ষোভ করেন স্বজনরা।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, মৃত শিশুর স্বজনরা অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

About

Popular Links