বিসিএসসহ সরকারি চাকরির চেয়েও বাংলাদেশের উচ্চশিক্ষায় শিক্ষিত তরুণ-তরুণীদের বেশি আগ্রহ বিদেশে পাড়ি জমানোর দিকে। দেশের সরকারি-বেসরকারি দুই ধরনের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরই ক্যারিয়ার ভাবনার একেবারে এমন। বেসরকারি উন্নয়ন সংস্থা আঁচল ফাউন্ডেশনের এক জরিপে উঠেছে এসেছে এমন তথ্য। সংস্থাটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫৭০ জন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য নিয়ে এ জরিপ করে।
জরিপের তথ্যানুযায়ী, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ৩১.৭ % শিক্ষার্থী উচ্চশিক্ষা, কাজ ও সেখানে স্থায়ী হতে বিদেশ যেতে চান। ২৯.৭% শিক্ষার্থী দেশে থেকে ক্যারিয়ার হিসেবে বিসিএসে ক্যাডার বা ভালো সরকারি চাকরি করতে চান।
ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ৯.৫% শিক্ষার্থী। আর মাত্র ৭.১ % শিক্ষার্থী বেসরকারি চাকরি করতে চান। বাকিরা এখনো ক্যারিয়ার স্থির করতে পারেননি।
আঁচল ফাউন্ডেশনের রিচার্স অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের কো-অর্ডিনেটর ফারজানা আক্তার লাবনী জানান, জরিপকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটুকু বোঝা গেছে, তারা অর্থনৈতিক ও নিরাপদ জীবনযাপনের জন্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোয় বেশি আগ্রহ দেখাচ্ছেন। এক্ষেত্রে আরও কিছু বিষয়ও তাদের মধ্যে কাজ করছে বলে মনে হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম—দেশে চাকরির বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও চাকরি পাওয়ার অনিশ্চয়তা।
সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউমেনিটিজ বিভাগের সিনিয়র লেকচারার ওবায়দুল্লাহ আল মারজুক, কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্য প্রকল্প এডিডি ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তানসেন রোজ প্রমুখ।