Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাগর-রুনি হত্যার বিচার প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার একটি ভাড়া বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘‘সাগর-রুনি হত্যা মামলা সরকারের প্রধান অগ্রাধিকার মামলাগুলোর শীর্ষে।’’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় যাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে ‘‘সাগর-রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড’’ প্রদর্শনীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘‘দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার লক্ষ্যে কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থা।’’

রিজওয়ানা হাসান আরও বলেন, ‘‘এ হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বিচার না হওয়ার কোনো কারণ নেই। অতীতে সংশ্লিষ্টদের অসহযোগিতায় এক্ষেত্রে জটিলতা থাকলেও এখন সরকার তদন্তে কোনো হস্তক্ষেপ করছে না। তদন্তে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পেলে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা যাবে।’’

তদন্ত প্রতিবেদন প্রকাশে সময়ক্ষেপণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘‘অতীতে বারবার সময় চাওয়া হলেও প্রতিবেদন আসেনি। এতে সন্দেহ তৈরি হয়েছে। নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে কষ্ট নিয়ে আছেন। ন্যায়বিচার পেলে তারা শান্তি পাবেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ হবে।’’

প্রদর্শনীতে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ, ভাই নওশের আলম রোমানসহ পরিবারের সদস্য, সহপাঠী ও বন্ধুবান্ধব, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ফটোগ্রাফারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। এ সময় তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ বাসায় ছিল। সাগর বেসরকারি টেলিভিশন মাছরাঙা আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন।

   

About

Popular Links

x