Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ জনকে গণপিটুনি দিয়ে ঝুলানো হলো ফুটওভার ব্রিজে

তবে এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানায় থানা পুলিশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম

ঢাকার উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ যুবককে গণপিটুনি দেওয়ার পর ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েট-মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকার বিএনএস সেন্টারের সামনের ফুটওভার ব্রিজে ওপরে এ ঘটনা ঘটে। 

আহত দুই যুবকের নাম বকুল (৪০) ও নাজিম (৩৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক। 

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা খবর পেয়ে বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপর থেকে গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করি। তাদের কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই জনের অবস্থাই আশঙ্কাজনক।”

গণপিটুনি দেওয়ার কারণ সম্পর্কে চাইলে তিনি আরও বলেন, “প্রাথমিকভাব জানতে পেরেছি আহতরা পশ্চিম থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে পথচারীদের কাছে ধরা পড়েছে। পরে পথচারীরা তাদের প্রধান সড়কে এনে ফুটওভার ব্রিজের ওপর নিয়ে গণপিটুনি দিয়েছে। তবে কোথায় ছিনতাই করেছে বা কার সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে এমন কাউকে পাওয়া যায়নি।”

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন এক ব্যক্তিকে ওপরে তুলছে। তার পায়ে দড়ি বাঁধা রয়েছে। তাকে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধছিলেন হলুদ রঙের টি-শার্ট পরা এক যবুক। আরও কয়েকজন ওই ব্যক্তিকে ওপরে তুলছিলেন। এর মধ্যে কেউ কেউ তাকে মারধরও করছেন।

তবে এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় কোনো অভিযোগ আসেনি বলেও জানায় থানা পুলিশ। 

   

About

Popular Links

x