Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাঙ্গামাটিতে ২০০ যাত্রী নিয়ে লঞ্চ ডুবে গেছে

ডুবোচরে হঠাৎ ধাক্কা লেগে মাইশছড়ি এলাকায় দুর্ঘটনার পড়ে লঞ্চটি

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:৫৫ পিএম

রাঙ্গামাটির বরকল হয়ে হরিনা যাওয়ার পথে ডুবোচরে ধাক্কা লেগে ২০০ যাত্রী নিয়ে একটি লঞ্চ আংশিক ডুবে গেছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাইশছড়ি চ্যানেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুলেখা চাকমা জানান, এমএল তানিয়া নামের লঞ্চটি মাইশছড়ি এলাকায় এলে হঠাৎ ডুবে যায়। পানি কম থাকায় মানুষ হতাহত হয়নি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছেন। তবে লঞ্চে থাকা মালামাল পানিতে ডুবে গেছে।

লঞ্চে থাকা যাত্রীরা অভিযোগ করেন, অতিরিক্ত মালবোঝাইয়ের কারণে দুর্ঘটনার পড়ে কাঠের এই লঞ্চটি।

বরকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমা বলেন,“বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাইসছড়ি চ্যানেলে ডুবোচরে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। লঞ্চটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিল।”

তিনি আরও বলেন, “লঞ্চডুবির ঘটনার পর বরকল ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা স্পিডবোট ও ফাইবার বোট নিয়ে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

রাঙ্গামাটির লঞ্চমালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, “এমএম তানিয়া ২ নামের যাত্রীবাহী লঞ্চটি রাঙ্গামাটি থেকে দুপুর ২টায় ছেড়ে গিয়ে বরকল উপজেলার কাছাকাছি একটি স্থানে ডুবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি “

তিনি আরও বলেন, “লঞ্চটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। আমরা মালিকপক্ষকে এ বিষয়ে বারবার সতর্ক করেছি।”

   

About

Popular Links

x