গোপালগঞ্জের কোটালিপাড়ায় দিনদুপুরে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িওয়ালার একমাত্র ছেলে পিয়াস মজুমদারকে (২২) হত্যা করেছে ডাকাতরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার লাকিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ছেলে পিয়াসকে বাড়িতে রেখে গ্রাম্য দন্ত চিকিৎসক পল মজুমদার ও তার স্ত্রী নার্স অনিতা বৈদ্য কর্মস্থলে চলে যান। দুপুর সাড়ে বারোটার দিকে পল মজুমদার বাড়িতে ফিরে দেখতে পান ঘরের আলমারির ড্রয়ার খোলা ও সব কিছু ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। ছেলে পিয়াসকে হাত, পা ও মুখবাঁধা অবস্থায় খাটের ওপর দেখতে পেয়ে চিৎকার দেন তিনি।
প্রতিবেশীরা ছুটে গিয়ে পিয়াসকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশী সলমন মজুমদার বলেন, “চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে পিয়াসের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখে দ্রুত তাকে হাসপাতালে পাঠাই। খোকন মজুমদারের ঘরের সব আসবাবপত্র ভাঙাচোরা এবং এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিই।”
ডাকাতের ওই বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন স্বজনরা।
কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।