Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

জবির নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ভিক্টর পরিবহনের ১০ বাস আটক 

যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হচ্ছে ততক্ষণ বাসগুলো আটকে রাখা হবে বলে জানান শিক্ষার্থীরা

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১০:৩০ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগে ভিক্টর পরিবহনের ১০টি বাস আটক করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসব বাস আটকে রাখা হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী গুলিস্তান থেকে ভিক্টর ক্লাসিকের বাসে ওঠলে তাকে বাসটির হেলপার হেনস্তা করে। এ ঘটনায় ওই নারী শিক্ষার্থী নিজে প্রতিবাদ জানালেও বাস থেকে কারও সহায়তা পাননি। পরবর্তী সময়ে বিষয়টি সে তার সহপাঠীদের জানালে তারা বাস মালিককে একাধিকবার ফোন করে বিষয়টি জানাতে চাইলে বাস মালিক ফোন রিসিভ করেনি। তাছাড়া যে বাসে এ ঘটনা ঘটে সেটিরও সন্ধানও পাওয়া যায়নি। ফলে একপর্যায়ে শিক্ষার্থীরা বাসগুলো ক্যাম্পাসের মূল ফটকের সামনে আটক করে চাবি রেখে দেয়।

শিক্ষার্থীরা জানান, এর আগেও ভিক্টর ক্লাসিক বাসে নারী শিক্ষার্থী হেনস্তার ঘটনা ঘটেছে। একই ঘটনার পুনরাবৃত্তি তারা ঘটিয়েছে। ফলে এই ঘটনার বিচার করতে ভিক্টরের একাধিক বাস তারা ক্যাম্পাসের সামনে আটকে রেখেছে। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হচ্ছে ততক্ষণ তারা বাসগুলো আটকে রাখবে বলে জানান।

এ বিষয়ে ভুক্তভোগী নারী শিক্ষার্থী জানান, আমি গুলিস্তান থেকে বাসে ওঠলে বাসের গেটে থাকা হেলপার বারবার আমার গায়ে বাজেভাবে হাত দেয়। আমি তাকে বলি আমার গায়ে কেনো হাত দিচ্ছেন। এমনকি বিষয়টা আমি সঙ্গে সঙ্গে বাস কন্ডাক্টরকে জানালে তিনি কিছুই না বলে চুপ করে থাকে। আমার আশেপাশের মানুষগুলোও কোনো প্রতিবাদ করেনি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে একাধিকবার ফোন করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগে গেল বছরের অক্টোবরেও ভিক্টর ক্লাসিক বাসে হেনস্তার শিকার হন জবির আরেক নারী শিক্ষার্থী। এ ঘটনার জেরে ভিক্টর ক্লাসিক পরিবহনের ১২টি বাস আটকে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

   

About

Popular Links

x