Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত

এর আগে, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থী রিট করেন

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৬:০৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (১৯ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থীর রিটের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শিশির মনির।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর “একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন” শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী।  কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদিদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। একইসঙ্গে ২০ ফেব্রুয়ারি দেওয়া ওই আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।

 

   

About

Popular Links

x