Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ধানক্ষেত রক্ষায় পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বন্য হাতির মৃত্যু

ক্ষেতের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি হাতি ঘটনাস্থলেই মারা যায়

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:৫৩ এএম

শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় ধানক্ষেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতিটি কৃষকের আবাদ করা বোরো ধানক্ষেত রক্ষায় পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা গেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে বনবিভাগের মধুটিলা রেঞ্জের আওতাধীন পূর্ব সমশ্চুড়া গ্রামের লালনেংগর এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ জানিয়েছে, সন্ধ্যার পর প্রায় ২০টি বন্য হাতির একটি দল পূর্ব সমশ্চুড়া গ্রামের লালনেংগর এলাকায় বাসিন্দা জিয়ারুলের বোরো ধানক্ষেতে খাবারের সন্ধানে হানা দেয়। এ সময় ক্ষেতের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি হাতি ঘটনাস্থলেই মারা যায়। সঙ্গে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

শেরপুর বনবিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী বলেন, “বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন বনবিভাগের লোকজন ও ইআরটি (এলিফেন্ট রেসপন্স টিম) সদস্যরা।”

এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x