বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে ঢাকার উত্তরায় বিজিএমইএ ভবন অবরুদ্ধ করে রেখেছেন ভালুকার রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা। এতে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র কার্যক্রম ব্যাহত হয়।
সোমবার (২৪ মার্চ) সকাল থেকে বিজিএমইএ ভবনের প্রধান ফটক অবরোধ করে শ্রমিকরা কর্মকর্তাদের ভেতরে ঢুকতে বাধা দেন। ফলে অনেক কর্মকর্তা অফিসে প্রবেশ করতে পারেননি। বিকেল পাঁচটা পর্যন্ত এই অচলাবস্থা চলে।
জানা গেছে, অর্থনৈতিক সংকটের কারণে ভালুকার রোর ফ্যাশন লিমিটেড গত জানুয়ারিতে লে-অফ ঘোষণা করা হয়। শ্রমিকদের দাবি, নভেম্বর ও ডিসেম্বর মাসে ৭০ লাখ টাকা পরিশোধ করা হলেও জানুয়ারির বেতন এবং লে-অফ ক্ষতিপূরণ এখনও বকেয়া।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান বলেন, “ভালুকার রোর ফ্যাশনের শ্রমিকেরা গতকাল থেকে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান করছেন। সেখানে সার্বক্ষণিকভাবে পুলিশ রয়েছে। কারখানাটির মালিক পলাতক থাকায় শ্রমিকদের পাওনা দেওয়ার বিষয়ে কোনো মিটিং এখন পর্যন্ত হয়নি। শুনেছি, সরকারের উচ্চপর্যায়ে সভা হওয়ার কথা রয়েছে।”