Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম বদলে হলো শহিদ আবরার ফাহাদ অ্যাভিনিউ

এছাড়াও আরও ১৩টি স্থাপনার নাম পরিবর্তন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১০:২৫ পিএম

ঢাকার গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ ১৪টি স্থাপনার নাম পরিবর্তন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম বদলে রাখা হয়েছে শহিদ আবরার ফাহাদ অ্যাভিনিউ।

মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি ইনার রিং রোড নামে, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি ঝাউচর প্রধান সড়ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক নামে, শহিদ শেখ রাসেল শিশুপার্ক কলাবাগান শিশুপার্ক নামে, শহিদ শেখ রাসেল শিশুপার্ক যাত্রাবাড়ী শিশুপার্ক হিসেবে নাম হবে।

এছাড়াও মেয়র শেখ তাপস সেতু কামরাঙ্গীরচর ব্রিজ নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক সরাফতগঞ্জ পার্ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র হানিফ অডিটরিয়াম নগরভবন অডিটরিয়াম নামে, মেয়র হানিফ ফ্লাইওভার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নামে, মেয়র হানিফ জামে মসজিদ আজিমপুর কবরস্থান জামে মসজিদ নামে এবং মেয়র হানিফ মসজিদ সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ নামে নামকরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে উল্লেখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কগুলো পরিবর্তিত নামে নামকরণসহ সব কার্যক্রম পরিচালনা করা হবে।

   

About

Popular Links

x