Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

কৃষিগুচ্ছের নেতৃত্বে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ তথ্য জানিয়েছেন

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম

কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আগামী ১২ এপ্রিল তারিখে সকাল ১১টা থেকে দুপুর ১২টার পরিবর্তে বিকাল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২৭ মার্চ (বুধবার) কৃষিগুচ্ছের নেতৃত্বে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই করা একটি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৭ মার্চের অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি ৪র্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার এ সময় পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বেন ২৫ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো হলো, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

   

About

Popular Links

x