Wednesday, June 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লা সীমান্ত দিয়ে ২৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

অনুপ্রবেশকারীদের দাবি, তাদের বিএসএফ পুশ-ইন করেছে

আপডেট : ২২ মে ২০২৫, ০৩:৫০ পিএম

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে ২৮ জনকে ঠেলে পাঠানো হয়েছে। তাদের সবাইকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে নারী, পুরুষের সঙ্গে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। এসময় বিজিবির টহলদল তাদের আটক করে। 

আটককৃতরা বিজিবির হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে রাতের আধারে ২৮ জন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এসময় বিজিবির কুমিল্লা ১০ ও ৬০ ব্যাটলিয়নের টহলদল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদেরকে বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করিয়েছেন । 

তিনি আরও জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

   

About

Popular Links

x