Tuesday, July 08, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্যক্তি পর্যায়ে সিমের ব্যবহার আরও কমাচ্ছে সরকার

বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিতে পারেন

আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:৫৫ পিএম

ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোনে সিমের ব্যবহার আরও কমিয়ে ৫টি করতে যাচ্ছে সরকার। এর আগে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করা যেত।

মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে এক বছর পরে পরে সিম নবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। এটি বাস্তবায়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এর দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যক্তি পর্যায়ে সিমের ব্যবহার কমানোর যৌক্তিকতা তুলে ধরে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনায় বলা হয়, এক ব্যক্তির নামে বেশি সিম নিবন্ধনের সুযোগ থাকায় ওই সিম দিয়ে নানা ধরনের অনিয়ম হচ্ছে। অনেকক্ষেত্রে চাঁদাবাজি ও ব্ল্যাকমেল করা হচ্ছে।

বৈঠকে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগের সময় উপদেষ্টাদের নাম ব্যবহার করে তদবির করা হচ্ছে, অথচ উপদেষ্টারা তা সম্পর্কে অবগত নয়। আবার সারাদেশে জেলা প্রশাসক (ডিসি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সরকারি চাকরিজীবীদের মোবাইফ ফোন নম্বর ক্লোন করে চাঁদাবাজি করা হচ্ছে। সে কারণে একজন গ্রাহকের নামে সিম নিবন্ধন ১০টি থেকে কমিয়ে ৫টি করার সিদ্ধান্ত হয়। বিটিআরসিকে এটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বিটিআরসির তথ্যমতে, দেশে সিমের নিবন্ধিত প্রকৃত গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ৯২,৭৪৫। এর মধ্যে ৮০.৩২% গ্রাহকের নামে পাঁচটি বা তার কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম রয়েছে ১৬.২৩% গ্রাহকের কাছে এবং ১১ থেকে ১৫টি সিম ব্যবহারকারী গ্রাহক মাত্র ৩.৪৫%।

   

About

Popular Links

x