সাত দিন ধরে জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার। গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় সার্জারিও করতে হয়েছে। তারপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বর্তমানে এই অভিনেত্রীকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরের কথা চিন্তা করছে পরিবার।
চিকিৎসকের বরাত দিয়ে সীমানার ছোট ভাই এজাজ বিন আলী বলেন, ‘‘সাত দিন ধরেই আপু এই হাসপাতালে ভর্তি। দুই দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সার্জারি করা হয়। তার পর থেকেই আপু হাসপাতালের আইসিইউতে রয়েছে। কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। হাসপাতাল থেকে চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, তাঁদের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।’’
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘‘আমরা সংগঠন থেকে সব সময় তাদের পাশে আছি। যেকোনো সহযোগিতায় পাশে রয়েছি। সীমানার পরিবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা জানিয়েছে। যেখানে হোক আমরা সব বিষয়ে সার্বিক সহযোগিতা করব। মামুনুর রশীদ ভাই থেকে শুরু করে সবাই খোঁজখবর রাখছি। আমরা সবসময় পাশে রয়েছি। সব রকম সহযোগিতাই আমরা করব।’’