Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

নিজ বাসা থেকে কোরীয় গায়কের মরদেহ উদ্ধার

তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৩:১৯ পিএম

দক্ষিণ কোরীয় সঙ্গীতশিল্পী হুইসুং মারা গেছেন। সোমবার সন্ধ্যায় সিউলের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হুইসুংয়ের বয়স হয়েছিল ৪৩ বছর। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

সন্ধ্যার দিকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি নম্বরে ফোন করে হুইসুংয়ের মা। তাকে উদ্ধারের পর জানা যায়, তিনি আগেই মারা গেছেন। আরঅ্যান্ডবি সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া হুইসুংয়ের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। গায়কের এজেন্সি টাজয় এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘‘হুইসুং আমাদের ছেড়ে চলে গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।’’

তবে তার মৃত্যু স্বাভাবিক নাকি খুন কিংবা আত্মহত্যা- তা এখনো খোলাসা করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, এখনো খুনের কোনো আলামত পাওয়া যায়নি। তবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন।

জানা যায়, একই বিল্ডিংয়ের আলাদা অ্যাপার্টমেন্টে থাকেন হুইসুংয়ের মা। রবিবার ম্যানেজারের সঙ্গে দেখা করার কথা ছিল হুইসুংয়ের। তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন ম্যানেজার। পরে তার মাকে জানানো হলে মা অ্যাপার্টমেন্টে এসে দেখেন, অচেতন অবস্থায় তার ছেলে পড়ে আছেন।

উল্লেখ্য, ২০০২ সালে “লাইক আ মুভি” অ্যালবাম দিয়ে অভিষেক ঘটে হুইসুংয়ের। ‘‘ইনসোমনিয়া’’, ‘‘হার্টশো স্টোরি’’ গানের জন্য পরিচিতি পেয়েছেন তিনি।

   

About

Popular Links

x