Friday, June 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘আলোকিত নারী সম্মাননা’ পেয়ে বুবলীর উচ্ছ্বাস

বরেণ্য অভিনেত্রী দিলারা জামান এই সম্মাননা স্মারক বুবলীর হাতে তুলে দেন

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৭ পিএম

চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে “আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫” পেলেন শবনম বুবলী। “আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন” তাকে এ সম্মাননা প্রদান করে।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে বুবলীর হাতে পদক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বুবলী। সম্মান জানানোর জন্য আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “পৃথিবীর সকল নারীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা।”

বুবলী আরও লিখেছেন, “কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রাপ্তি সবসময়ই অনেক ভালোলাগার। এটা আরও ভালো কাজের জন্য উৎসাহ যোগায়। তবে সফল সব নারীদের নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয়। কারণ, একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের। আর এই সম্মাননাটি গ্রহণ করি আমি আমাদের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে, এটাও অনেক অনেক ভালোলাগার বিষয়।”

এদিকে, ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত “জংলি” সিনেমা। এ প্রসঙ্গে বুবলী বলেন, “প্রথমদিন থেকে এখন পর্যন্ত ভালোবাসা পাচ্ছে সিনেমাটি। পরিবারসহ সবাই দেখছেন, এটা একজন শিল্পী হিসেবে সত্যিই ভীষণ ভালোলাগার। আমার বিশ্বাস এই ভালোলাগার রেশ থেকে যাবে বহুদিন।”

   

About

Popular Links

x