Sunday, June 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

অসম্পূর্ণ পেইন্টিংটি বিক্রি হলো ৩৭৬ কোটি টাকায়

১৯১৭ সালের মে মাসে পোর্ট্রেটটি আঁকা শুরু করেছিলেন শিল্পী। ১৯১৮ সালের ফেব্রুয়ারিতে তিনি মারা যান

আপডেট : ০২ মে ২০২৪, ০২:০৬ পিএম

অস্ট্রিয়ান শিল্পী গুস্তাভ ক্লিমটের “পোর্ট্রেট অব মিস লিজার” নামে একটি পেইন্টিং ভিয়েনায় নিলামে ৩৭৬ কোটি টাকায় বিক্রি হয়েছে।

ভিয়েনার ব্যবসায়ী লিজার পরিবার ক্লিমটকে পোর্ট্রেটটি আঁকার জন্য বলেছিল। নাৎসি আমলে ইহুদি পরিবারটি নিপীড়নের শিকার হয়।

১৯১৭ সালের মে মাসে পোর্ট্রেটটি আঁকা শুরু করেছিলেন ক্লিমট। ১৯১৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি মারা যান। তাই পোর্ট্রেটের কিছু কাজ বাকি থেকে গিয়েছিল।

শতাব্দী প্রাচীন পোর্ট্রেটটি হারিয়ে গিয়েছে বলে অনেকদিন মনে করা হতো। কিন্তু এটি আসলে কয়েক দশক ধরে ভিয়েনায় এক ব্যক্তির ভিলাতে ঝোলানো ছিল বলে নিলাম প্রতিষ্ঠান ইম কিনস্কি জানিয়েছে।

পেইন্টিংটির বর্তমান মালিক তার এক দূর-সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে দুই বছর আগে পোর্ট্রেটটি পেয়েছিলেন।

গত বছর ক্লিমটের আঁকা “লেডি উইথ আ ফ্যান” নামে আরেকটি পেইন্টিং লন্ডনে নিলামে ১,০১১ কোটি টাকায় বিক্রি হয়েছিল।

   

About

Popular Links

x