Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইন্দোনেশিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১০

মিথেন গ্যাস থেকে খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১০:৩০ পিএম

ইন্দোনেশিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১০ জন শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) উদ্ধারকারী সংস্থার একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

শ্রমিকরা পশ্চিম সুমাত্রা প্রদেশের একটি কয়লা খনিতে ছিল। বিস্ফোরণে ১৪ শ্রমিক মাটিচাপা পড়ে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র অক্টাভিয়ান্তো বিবৃতিতে বলেছেন, ‘‘মিথেনের কারণে খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।''

তিনি জানান, ১০ লাশ উদ্ধার করা হয়েছে এবং চার জন বেঁচে গেছে।

খনিটি বৈধভাবে কার্যক্রম চালাচ্ছিল বলে জানা গেছে। তবে খনিজ-সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জের দেশজুড়ে খনির দুর্ঘটনা খুবই সাধারণ। বিশেষ করে লাইসেন্সবিহীন পরিত্যক্ত স্থানে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করেই কাজ করার ফলে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

চলতি বছরের সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনিতে ভূমিধসে অন্তত সাতজন মারা গিয়েছিল। এ ছাড়াও এপ্রিলে উত্তর সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ১২ জন খনি শ্রমিক ভূমিধসে নিহত হয়েছিল।

About

Popular Links