উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে পৃথক দুটি বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
শনিবার (৮ এপ্রিল) ওটুকপো স্থানীয় সরকারের চেয়ারম্যান রুবেন বাকো এ তথ্য নিশ্চিত করেছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
বুধবার বেনু রাজ্যের উমোগিদি গ্রামে ৪৭ জনকে হত্যা করা হয়। তার আগেরদিন একই জায়গায় আরও তিনজনকে হত্যা করে বন্দুকধারীরা।
বেনু রাজ্যের পুলিশ অ্যানেন সিউয়েস বলেন, হামলাকারীরা একটি বাজারে গুলি চালিয়েছিল।
তবে হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যদিও কর্তৃপক্ষের ধারণা দুটি হামলা একে অপরের সঙ্গে যুক্ত ছিল।
তাদের ধারণা, উত্তর-মধ্য নাইজেরিয়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কৃষকদের সঙ্গে যেসব সংঘর্ষ ঘটে আসছে এটিও তারই অংশ হতে পারে।
প্রচুর ফসলের কারণে বেনু রাজ্যকে নাইজেরিয়ার খাদ্য ঝুড়ি হিসেবে বলা হয়ে থাকে। এই রাজ্যেই জমি নিয়ে কৃষিপ্রধান সম্প্রদায় ও যাযাবর গবাদি পশুপালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।
নিয়মিত সংঘর্ষের কারণে রাজ্যটিতে কৃষির ফলন কয়েক বছর ধরে কমে গেছে।