Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব বলেছেন, ‘পাঁচ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীদের সরানোর জন্য সামরিক বিমান সরবরাহ করা হবে’

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম

অভিবাসন রোধে দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এক হাজার সেনা সদস্য এবং ৫০০ নৌ-বাহিনীর সদস্যকে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে নেওয়া হবে।

তারা সেখানে “সীমান্ত মিশন” নিয়ে কাজ করবেন। তবে এই সেনা সদস্যরা আইন প্রয়োগের কাজে জড়িত থাকবে না বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

দুইটি “সি-১৭” এবং দুটি “সি-১৩০” বিমান, হেলিকপ্টারসহ এ সেনা সদস্যদের মেক্সিকোর নিকটবর্তী যুক্তরাষ্ট্রের সীমান্তে পাঠানো হবে।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব রবার্ট সেলেসেস বলেছেন, “পাঁচ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীদের সরানোর জন্য সামরিক বিমান সরবরাহ করা হবে।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে ট্রাম্পের সর্বশেষ নির্বাহী আদেশ সম্পর্কে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ১৫০০ অতিরিক্ত সেনা পাঠানো হবে বলে এ তথ্য জানান তিনি।

যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবে তাদের পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন লেভিট। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের জনগণ এমন একটি সময়ের জন্য অপেক্ষা করছে, যাতে আমাদের প্রতিরক্ষা বিভাগ প্রকৃতপক্ষে দেশের নিরাপত্তাকে গুরুত্বের সাথে নেয়। এটি আমেরিকান জনগণের এক নম্বর অগ্রাধিকার এবং প্রেসিডেন্ট ইতোমধ্যেই সেই লক্ষ্যে কাজ করছেন।”

   

About

Popular Links

x