Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

রমজানে অভ্যন্তরীণ বিমান ভাড়া ও মহাসড়কে টোল কমালো ইন্দোনেশিয়া

শনিবার থেকে দেশটিতে রমজান শুরু হয়েছে

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০১:৩৬ পিএম

বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া পবিত্র রমজান মাসে অভ্যন্তরীণ যাত্রীদের বিমান ভাড়া ও বেশ কয়েকটি প্রধান মহাসড়কে টোল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে ইতোমধ্যে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে রমজান শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও জানিয়েছেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে। এছাড়াও দেশের প্রধান মহাসড়গুলোর টোল কমানো হবে।

ইন্দোনেশীয় প্রেসিডেন্ট বলেন, “লোকজনের মুদিক অভিজ্ঞতা সহজ ও আরামদায়ক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করার জন্য সরকারের চেষ্টার কমতি নেই।”

প্রসঙ্গত, রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ইন্দোনেশীয়রা নিজেদের পরিবারের কাছে ফিরে যান। দেশটিতে তখন বিমান ভ্রমণ অনেক বেড়ে যায়। এছাড়াও দীর্ঘদিন ধরে এটি তাদের ঐতিহ্যের অংশ হয়ে আছে, স্থানীয় ভাষায় যেটিকে “মুদিক” বলা হয়।

   

About

Popular Links

x