বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া পবিত্র রমজান মাসে অভ্যন্তরীণ যাত্রীদের বিমান ভাড়া ও বেশ কয়েকটি প্রধান মহাসড়কে টোল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে ইতোমধ্যে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে রমজান শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও জানিয়েছেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে। এছাড়াও দেশের প্রধান মহাসড়গুলোর টোল কমানো হবে।
ইন্দোনেশীয় প্রেসিডেন্ট বলেন, “লোকজনের মুদিক অভিজ্ঞতা সহজ ও আরামদায়ক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করার জন্য সরকারের চেষ্টার কমতি নেই।”
প্রসঙ্গত, রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ইন্দোনেশীয়রা নিজেদের পরিবারের কাছে ফিরে যান। দেশটিতে তখন বিমান ভ্রমণ অনেক বেড়ে যায়। এছাড়াও দীর্ঘদিন ধরে এটি তাদের ঐতিহ্যের অংশ হয়ে আছে, স্থানীয় ভাষায় যেটিকে “মুদিক” বলা হয়।