বলিভিয়ায় একটি খনিতে ধসের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২ জন। বুধবার রাতে লা পাজ শহর থেকে ১৪৯ কিলোমিটর দূরের পশ্চিমাঞ্চলীয় লারেকাজা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটির স্থানীয় পুলিশের কমান্ডার কর্নেল গুন্থার আগুডো বার্তা সংস্থা সিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুডো বলেন, “শিগগিরিই এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
দেশটির খনির নীতি বিষয়ক উপমন্ত্রী মার্সেলো ব্যালেস্টেরোস এক সাক্ষাৎকারে বলেছেন, “এমন দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা অপরিহার্য।”