Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলায় সাত শিক্ষার্থীসহ নিহত ৯

এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন

আপডেট : ১০ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে সন্ত্রাসীদের বন্দুকের গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১০ জুন) এ ঘটনায় বন্দুকধারীর গুলিতে অন্তত নয়জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

প্রতিবেদনে ক্রোনেন জয়তুং পত্রিকার বরাত দিয়ে বলা হয়েছে, আহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরাও আছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। 

এদিকে, পুলিশের একজন মুখপাত্র অস্ট্রিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও জাতীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ-কে বলেছেন, “বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”

অস্ট্রিয়ান পুলিশ জানিয়েছে, বর্গ ড্রেইয়ার্সচুটজেনগাসের স্কুলটিতে গুলির পর অভিযান চলছে। সেখানে  একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

অস্ট্রিয়ার বার্তা সংস্থা এপিএ-কে গ্রাজ শহরের মেয়র বলেন, “এই বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন শিক্ষার্থী, একজন প্রাপ্তবয়স্ক এবং সন্দেহভাজন বন্দুকধারীও আছেন। হামলাকারী নিজেও স্কুলটির শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।”

প্রসঙ্গত, গ্রাজ অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

   

About

Popular Links

x