অ্যাসোসিয়েশন অব বুড্ডিস্ট সলিডারিটি অব বাংলাদেশের (এবিএসবি) ৭ম বর্ষপূর্তি উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে সুবিধা বঞ্চিত পথশিশু ও স্থানীয় শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল "পুতুলনাচ - দ্বিতীয় সংস্করণ" নামে এক বিশেষ পুতুলনাচ প্রদর্শনী ও শিশু মেলনমেলা।
গত ১৭ মে অনুষ্ঠিত এই আয়োজনের সহযোগিতায় ছিল জলপুতুল পাপেটস।
পুতুল নাচের মাধ্যমে চট্টগ্রামের শিশুদের মধ্যে সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, গাছ লাগানোর গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করার লক্ষ্যে এই আয়োজন করা হয় বলে জানিয়েছে এবিএসবি কর্তৃপক্ষ।
এদিন সকালে চট্টগ্রাম নগরীর সিআরবি'র শিরিষতলায় এই আয়োজনের প্রথম এবং বিকেলে চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
উভয় পর্বে সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম শাখার সদস্য, প্রতিষ্ঠাতা, প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। শিশুদের খানিকটা আনন্দের ভাগীদার হতে পেরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।