Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

পাবনা বিশ্ববিদ্যালয়ে অটোমেশন পদ্ধতিতে পরীক্ষার ফল প্রকাশ

প্রথমবারের মতো এ পদ্ধতিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৬:১৪ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অটোমেশন পদ্ধতিতে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

সোমবার (৩ জুন) দুপুরে অ্যাকাডেমিক কাউন্সিলের ৫০তম সভা শেষে পদার্থবিজ্ঞান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও লোক প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফল অটোমেশন পদ্ধতিতে প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। পর্যায়ক্রমে সকল বিভাগের ফল অটোমেশন পদ্ধতিতে প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. খায়রুল আলম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. হাবিবুল্লাহ,ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমিরুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক আব্দুর রহিম, জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে ড. মুশফিকুর রহমান, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম,ড. ওমর ফারুক, ড. তাহমিনা তাসনিম নাহার, কামরুল হাসান, ফারুক আহমেম্ধসঢ়;দ, ড.শরিফুল হক, শ্রাবণী বাগচি, মোসা.খাদিজাতুল কোবরা, শায়লা আকতার, মোছা. সানজিদা রহমান প্রমুখ।

About

Popular Links