Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ নিয়ে গবেষণা করবে বুয়েট

সিমেন্ট নিয়ে গবেষণায় মেঘনা গ্রুপ ও বুয়েট সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০২:২১ পিএম

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (MGI) ইউনিট ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (RISE) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoA) স্বাক্ষরিত হয়েছে।

গবেষণা ও উদ্ভাবন বিষয়ে এই চুক্তি স্বাক্ষর, নির্মাণ শিল্পে গবেষণা, উদ্ভাবন এবং উন্নত প্রযুক্তির প্রসার ঘটিয়ে টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢালাই স্পেশাল একটি “R” ক্যাটাগরির সিমেন্ট, যা প্রথম ২ দিনের মধ্যে ২০ এমপিএ দৃঢ়তা অর্জন করে। উন্নত বিশ্বের ধারবাহিকতায় বাংলাদেশে এই সিমেন্ট প্রথমবারের মতো বাজারজাত করেছে “MGI”। এই সিমেন্টের ব্যবহার ও কার্যকারিতা নিয়ে বিশেষ গবেষণা পরিচালনা করবে বুয়েটের রাইজ “RISE”।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম এবং বুয়েটের পক্ষে অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম (ডিরেক্টর, রাইজ, বুয়েট)।

এছাড়াও অনুষ্ঠানে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন, চিফ সেলস অফিসার সঞ্জীব কুমার সাহা, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম (টিএসবিডি) সুদীপ্ত রায় এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টিএসবিডি) জনাব বিদ্যুৎ কুমার বনিক।

অন্যদিকে, বুয়েটের প্রতিনিধিত্ব করেন অধ্যাপক ড. আব্দুল জলিল (ডিন, ফ্যাকাল্টি অব সিভিল ইঞ্জিনিয়ারিং), অধ্যাপক ড. জাকারিয়া আহমেদ (হেড, ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং), অধ্যাপক ড. রাকিব আহসান (প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং), ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন এবং অধ্যাপক ড. তাহসীন রেজা হোসেন।

এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নির্মাণ খাতের অগ্রগতিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই চুক্তির আওতায় “Dhalai Special Cement”-এর মাধ্যমে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ এবং বুয়েটের মধ্যে কার্যকর সহযোগিতার ভিত্তি স্থাপিত হলো, যা দেশের নির্মাণ শিল্পের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

   

About

Popular Links

x