বরের বয়স ১০০, কনের বয়স ৯৬। এই বয়সেই গাঁটছড়া বেঁধেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন সেনা হ্যারোল্ড টেরেন্স ও মার্কিন নারী জিন সয়েরলিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ফ্রান্সের “ডি ডে বিচ”-এ ৯৬ বছর বয়সি প্রেমিকা জিন সয়েলিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
শনিবার (৯ জুন) ফ্রান্সের নরমন্ডির ক্যারেন্টান-লেস-মারাইস টাউন হলে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ বিয়ের পর ভোজসভার আয়োজন করা হয়। এতে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিয়ে সম্পর্কে টেরেন্স বলেন, “এ দিনটি আমার জীবনের সবচেয়ে সেরা দিন।”
কনে জিন সয়েরলিন বলেন, “ভালোবাসা কেবল তরুণ-তরুণীদের জন্যে নয়। আমরা এখন প্রজাপতিতে পরিণত হয়েছি।”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টেরেন্স মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন। যুদ্ধের পর তিনি থেলমা নামে এক নারীকে বিয়ে করেন। থেলমা ২০১৮ সালে মারা যান। ২০২১ সালে সয়েরলিনের সঙ্গে পরিচয় হয় তার।