Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘ওয়েট হেয়ার লুক’ পছন্দ? বাড়িতে সহজেই যেভাবে করবেন চুলের এই সজ্জা

আপনার চুলের ধরন অনুযায়ী এই লুকটি তৈরি করতে পারবেন

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৬:৪৫ পিএম

গরমে আরামের পাশাপাশি সারাবছরই পিঠ ছাপানো একরাশ ভেজা চুলের সজ্জা অনেকেরই বেশ পছন্দ। দেখতে দারুণ এই “ওয়েট হেয়ার লুক” কিন্তু আপনি বাড়িতে বসেই খুব সহজে পেতে পারেন। চলুন, জেনে নেওয়া যাক সে সম্পর্কে-

আপনার চুলের ধরন অনুযায়ী এই লুকটি তৈরি করতে পারবেন। চুল পাতলা না কি ঘন, সেই অনুযায়ী দু’টি পদ্ধতি রয়েছে।

দু’টি পদ্ধতির জন্যই চারটি উপকরণ দরকার। সেগুলো হলো-

  • জট ছাড়ানোর সিরাম
  • স্টাইলিং-স্প্রে বা স্প্রে জেল
  • লিভ-ইন কন্ডিশনার
  • শাইন বা গ্লসিং স্প্রে

পাতলা চুলে ‘ওয়েট হেয়ার লুক’

এই পদ্ধতিটি ভেজা চুলে শুরু করতে হবে। এক্ষেত্রে গোসল শেষে তোয়ালে দিয়ে হালকা করে চুল মুছে নিতে পারেন। অথবা স্প্রে দিয়ে ভিজিয়ে নিতে পারেন চুল। তারপর জট ছাড়ানোর সিরাম মেখে নিন। হাতে সিরাম নিতে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত সমানভাবে মাখতে হবে। এরপর পরিমাণ মতো স্প্রে জেল বা স্টাইলিং স্প্রে নিয়ে সারা চুলে একটি আস্তরণ তৈরি করতে হবে। চুলের ঢেউ যেদিকে সেভাবেই হাত বুলিয়ে মাখতে হবে। এরপর হাওয়ায় মাথা শুকিয়ে নিতে হবে। শেষে গ্লসিং স্প্রে ছিটিয়ে নিলেই পেয়ে যাবেন “ওয়েট হেয়ার লুক”।

ঘন চুলে ‘ওয়েট হেয়ার লুক’

ঘন চুলের ক্ষেত্রে শুকনো চুলেই এই কেশসজ্জা শুরু করতে হবে। কারণ, এক্ষেত্রে ব্যবহৃত উপকরণগুলো ঘন চুলে এমনিই বেশি পরিমাণে শোষিত হয়। পানি মিশিয়ে শোষণ করানোর প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে, প্রথমেই লিভ-ইন কন্ডিশনার মাখতে হবে। ময়েশ্চারাইজিং লিভ-ইন কন্ডিশনার বেছে নিতে হবে, যেটি স্প্রে ফর্মুলা হিসেবে পাওয়া যায়। চুল ভেজা ভেজা হয়ে গেলে ওয়েট স্টাইলিং স্প্রে ছিটিয়ে দিতে হবে। চুলে আস্তরণ তৈরি হবে। বাতাসে শুকিয়ে নিয়ে একেবারে শেষে গ্লসিং স্প্রে দিয়ে “ওয়েট হেয়ার লুক” এনে ফেলুন চুলে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

   
Banner

About

Popular Links

x