Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘আওয়ামী লিগ’ নিবন্ধন চাওয়া উজ্জল রায় এলাকায় পরিচিত ভেভিড সাহা নামে

‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৪:৫৯ পিএম

“আওয়ামী লিগ” নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি।

আবেদনপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (২৪ মার্চ) দল গঠন করে সেদিনই তিনি নিবন্ধনের জন্য আবেদন করেছেন। দলের কার্যালয় দেখানো হয়েছে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ।

উজ্জল রায় তার আবেদনে প্রতীক হিসেবে চেয়েছেন নৌকা অথবা ইলিশ। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীকও নৌকা।

নিবন্ধনের আবেদনে উজ্জল রায় নিজেকে “আওয়ামী লিগ”র সভাপতি পরিচয় দিয়েছেন।

আবেদনপত্রের তথ্য অনুযায়ী, উজ্জল রায়ের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মাতার পারুল রায়।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, উজ্জল রায়কে স্থানীয়রা তাকে চেনেন ভেভিড সাহা নামে। বাবা মায়ের দাবি, মানসিক প্রতিবন্ধী সে। এক সপ্তাহ ধরে উজ্জল বাড়িতে নেই, এমনি সে কোথায় আছে তা জনে না বলেও দাবি পরিবারের।

ইসিতে দেওয়া আবেদন পত্রে উল্লিখিত ঠিকানায় গিয়ে বুধবার এসব তথ্য জানা যায়।

বাড়িতে গিয়ে কথা হয় উজ্জল রায় ওরফে ডেভিড সাহার বাবা-মায়ের সঙ্গে। তারা জানান, তাদের ছেলের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। এজন্য তারা দীর্ঘদিন নিউরোসার্জন ডা. রাজ কুমার রায়ের কাছে ছেলের চিকিৎসা করেছেন।

বাবা-মা জানান, তাদের ছেলের আসল নাম উজ্জল রায়। তবে ছোটবেলা থেকে এলাকায় অনেকে তাকে ভেভিড সাহা নামে ডাকেন। এ কারণেই এলাকায় এ নামেই সে বেশি পরিচিত।

উজ্জল রায় চারবার পরীক্ষা দিয়ে এসএসি পাস করেছেন। তিনি বর্তমানে ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ছাত্র। পার্বতীপুর হাবড়া ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া জন্ম সনদ অনুয়ায়ী তার জন্ম  ১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর। ইসিতে দেওয়া আবেদনপত্রেও এই একই তারিখ উল্লেখ করা হয়েছে।

তবে বাবা-মায়ের কাছে উজ্জলের কোনো ছবি নেই। তারা শুধু একটি ব্যানারে থাকা উজ্জলের ছবি দেখিয়েছেন। যেটি বাংলা ১৪৩০ সনের দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে তৈরি করা ব্যানার। ওই ব্যানারে উজ্জল রায়ের পরিচয় হিসেবে লেখা রয়েছে আর্ন্তজাতিক সাম্প্রদায়িক সম্মেলন’র প্রতিষ্ঠাতা সভাপতি/চেয়ারম্যান।

বাবা নরেশ চন্দ্র রায় বলেন, “আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে উজ্জল রায় সবার ছোট। সে কীভাবে কেন বা কার পাল্লায় পড়ে নতুন দল করতে আবেদন করেছে তা আমি জানি না। আমার ছেলে মানসিক রোগী। আমি ছেলের হয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি।”

এ ব্যাপরে জানতে চাইলে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “আমরা এ বিষয়ে কিছুই জানিনা। আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।”

বাবা-মায়ের কাছ থেকে নেওয়া উজ্জল রায়ের মোবাইল নম্বরটি বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

   

About

Popular Links

x