Friday, July 11, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

দুর্জয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক 

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৯:১১ এএম

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় দুর্জয় লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এর আগে গত ৩ অক্টোবর নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের পরিচালক মো. আবুল হাসানাত।

প্রসঙ্গত, নাঈমুর রহমান দুর্জয় ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন।

   
Banner

About

Popular Links

x