Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতক লিটনের

প্রায় ১৬ বছর পর দেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ডের হাতবদল হলো

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৪:২৫ পিএম

গেল বছর বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটা প্রায় বগলদাবা করেই ফেলেছিলেন লিটন দাস। কিন্তু অল্পের জন্য রেকর্ডটা নিজের দখলে নিতে ব্যর্থ হন তিনি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আর সেই সুযোগ হাতছাড়া করেননি লিটন।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১৮ বলে অর্ধশতক তুলে নেন লিটন দাস। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের বিপক্ষে ৩২ বলে ৭৭ রানে অপরাজিত আছেন এ ডানহাতি ব্যাটার। লিটনের বিস্ফোরক ইনিংসে ছিল ১০টি চার এবং তিনটি ছয়ের মার।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের হয়ে আগের দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। গত ১৬ বছর ধরে এটিই ছিল দেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড।

   

About

Popular Links

x