Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

অবসর ভেঙে টি-টোয়েন্টিতে ফিরতে যে শর্ত দিলেন কোহলি

কোহলি বলেন, ‘এখন আর কোনো রেকর্ড বা অর্জনের জন্য খেলি না, খেলি ভালোবাসা থেকে’

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৪:০৭ পিএম

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তবে এটিই যে চূড়ান্ত নয়, তা জানিয়ে রেখেছেন তিনি নিজেই। ফেরার সম্ভাবনা আছে, তবে তাতে জুড়ে দিয়েছেন একটি বিশেষ শর্তও।

দীর্ঘ ১২৮ বছর পর ২০২৮ সালে অলিম্পিকে ফিরছে ক্রিকেট, তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে। সম্প্রতি এক অনুষ্ঠানে কোহলি বলেন, ‘‘যদি ভারত অলিম্পিক ফাইনালে ওঠে, তাহলে সম্ভবত আমি অবসর ভেঙে একটি ম্যাচের জন্য মাঠে ফিরতে পারি। গলায় অলিম্পিকের পদক ঝুলিয়ে নেওয়ার অনুভূতি হবে সত্যিই অন্যরকম।’’

কোহলির মতে, ক্রিকেটের জন্য অলিম্পিক একটি বড় সুযোগ। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি ভারতের জন্য দারুণ ব্যাপার। যদি পদক জিততে পারি, সেটা হবে অসাধারণ সাফল্য। এর পেছনে আইপিএলের বড় অবদান রয়েছে। এখন আমরা বিশ্বমঞ্চে আরও বড়ভাবে নিজেদের মেলে ধরতে পারব। তরুণদের জন্য এটি দারুণ প্ল্যাটফর্ম।’’

অবসরের পর জীবন কেমন হবে- এই প্রশ্নে কোহলি বলেন, ‘‘চিন্তার কিছু নেই। আমি কোনো নাটকীয় ঘোষণা দেব না। এখনো খেলা উপভোগ করছি। জয় পাওয়ার তাড়না, মাঠের উত্তেজনা, সবকিছুই এখনও রোমাঞ্চ জাগায়। যতদিন এই আবেগ থাকবে, ততদিন খেলে যাব। এখন আর কোনো রেকর্ড বা অর্জনের জন্য খেলি না, খেলি ভালোবাসা থেকে।’’

   

About

Popular Links

x