Friday, July 11, 2025

সেকশন

English
Dhaka Tribune

টি-টোয়েন্টি দলে ফিরলেন সাইফউদ্দিন

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টির দল ঘোষণা

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৮:০১ পিএম

শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টির সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি দলে ফিরেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম শেখ।

এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছেন সাইফউদ্দিন। শেষবার তিনি এই ফরম্যাটে খেলেছেন গত বছর মে মাসে জিম্বাবুয়ে সিরিজে। ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন নাঈম।

এছাড়া সর্বশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও এবার স্কোয়াডে নেই।

আগামী ১০ জুলাই ক্যান্ডিতে হবে প্রথম টি-টোয়েন্টি। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই। তিনদিন পর ১৬ জুলাই শেষ টি-টোয়েন্টি কলম্বোতে।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

   
Banner

About

Popular Links

x