Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইফোনের যে ৩ সেটিংস পরিবর্তন না করলে তথ্য চুরি হতে পারে

আইফোন কেনার সময়ই বেশ কিছু অ্যাপ আগে থেকেই ইনস্টল করা থাকে

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৩:১১ পিএম

যেকোনো মোবাইল ফোন কেনার সময়ই বেশ কিছু অ্যাপ বিল্ট-ইনভাবে ইনস্টল করা থাকে। আইফোনের ক্ষেত্রেও একই। কিন্তু আইফোনে এমন কিছু ডিফল্ট সেটিংস থাকে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তথ্য চুরির শিকার হচ্ছেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এমন ৩টি সেটিংস রয়েছে যেগুলো চালু থাকলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকে।

সেটিংসগুলো হলো- আইফোনে অটোজয়েন ওয়াই-ফাই, লোকেশন সার্ভিস ও অ্যাপ ট্র্যাকিং। এই তিন সেটিংসের মাধ্যমে ব্যবহারকারী আর্থিক প্রতারণার শিকার হন।

বিশেষজ্ঞদের তথ্যমতে, স্বয়ংক্রিয় ওয়াই-ফাই সংযোগ চালু থাকলে আইফোন সবসময় নিকটবর্তী ওয়াই-ফাই নেটওয়ার্ক খুঁজতে থাকে এবং অনুমতি ছাড়াই সংযুক্ত হয়ে যায়। আর এর সুযোগেই সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের অজান্তেই তাদের আইফোনকে নিজেদের নেটওয়ার্কে যুক্ত করে ফোনে থাকা বিভিন্ন তথ্য চুরি করতে থাকে। এই ঝুঁকি এড়াতে আইফোনের অটোজয়েন হটস্পট অপশনটি বন্ধ করা খুবই জরুরি।

ডিফল্ট সেটিংটি বন্ধের জন্য প্রথমে সেটিংসে প্রবেশ করে ওয়াই-ফাই অপশনে ক্লিক করতে হবে। এরপর নিচে থাকা অটোজয়েন হটস্পট অপশন থেকে ‘‘নেভার’’ নির্বাচন করতে হবে।

আবার অনেক অ্যাপ ইনস্টল করার সময় সেগুলো অবস্থান শনাক্তের অনুমতি চায়। তবে আইফোনে ডিফল্টভাবে অবস্থান শনাক্ত সেবা চালু থাকায় বিভিন্ন অ্যাপ জিপিএস ব্যবহার করে ক্রমাগত অবস্থানের তথ্য সংগ্রহ করতে থাকে। এতে ব্যবহারকারীদের গতিবিধি নজরদারি করা সম্ভব। তাই আইফোনের লোকেশন সার্ভিস নিয়ন্ত্রণ করতে সেটিংসে প্রবেশ করে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন নির্বাচন করতে হবে। এরপর লোকেশন সার্ভিসে প্রবেশ করে অপ্রয়োজনীয় সব অ্যাপসের লোকেশন ব্যবহারের অনুমতি বন্ধ করতে হবে।

আইফোনে অ্যাপ ট্র্যাকিং সুবিধা ডিফল্টভাবে চালু থাকায় বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারে। এতে ব্যবহারকারীর নাম, ই–মেইল, ডিভাইস আইডিসহ অনলাইন কার্যক্রম নজরদারি করতে পারে এই অ্যাপগুলো। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়। আর তাই অ্যাপ ট্র্যাকিং সুবিধা বন্ধের জন্য সেটিংসে প্রবেশ করে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন নির্বাচন করতে হবে। এরপর ট্র্যাকিংয়ে ক্লিক করে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক অপশন বন্ধ করে নিতে হবে।

সূত্র: ডেইলি মেইল

   

About

Popular Links

x