Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

ক্রোম ব্রাউজারের ‘আপডেট’ পাবে না যেসব স্মার্টফোন

বেশকিছু অ্যান্ড্রয়েড ফোনে আর ক্রোম ব্রাউজারের নিরাপত্তা হালনাগাদ করা হবে না

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৩:৪৭ পিএম

ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য বিশ্বজুড়ে ক্রোম ব্রাউজার বেশ জনপ্রিয়। ব্যবহারকারীদের পছন্দের তালিকায় সবারের ওপরে থাকে এটি। তবে এবার ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিলো গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে বেশকিছু অ্যান্ড্রয়েড ফোনে আর ক্রোম ব্রাউজারের নিরাপত্তা হালনাগাদ করা হবে না।

নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী আগস্ট মাস থেকে অ্যান্ড্রয়েড ৮.০ (ওরিও) ও ৯.০ (পাই) সংস্করণের স্মার্টফোনগুলোতে নতুন করে আর কোনো আপডেট মিলবে না। ন্যূনতম আপডেট পেতে হলেও মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম হতে হবে অ্যান্ড্রয়েড ১০।

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৮.০ (ওরিও) ও ৯.০ (পাই) সংস্করণে চলা স্মার্টফোনে ক্রোম ব্রাউজার ব্যবহার করলে সাইবার হামলাসহ বিভিন্ন কারিগরি ত্রুটির মুখোমুখি হতে হবে।

গুগলের সাপোর্ট ম্যানেজার এলেন টি জানিয়েছেন, ক্রোম ব্রাউজারের ১৩৯তম সংস্করণ বাজারে আসবে আগামি আগামী ৫ আগস্ট। এই সংস্করণ অ্যান্ড্রয়েড ৮ ও ৯ অপারেটিং সিস্টেম সমর্থন করবে না। ফলে শুধু অ্যান্ড্রয়েড ১০ থেকে পরবর্তী সংস্করণে চলা মোবাইল ফোনে নতুন সংস্করণটি ব্যবহার করা যাবে।

তবে যারা অ্যান্ড্রয়েড ৮ বা ৯ ব্যবহার করেন, তারা চাইলে বর্তমানের মতোই ক্রোম ১৩৮ সংস্করণ ব্যবহার করতে পারবেন।

যেসব স্মার্টফোনে গুগল ক্রোমের নতুন সংস্করণটি ব্যবহার করা যাবে না তার মধ্যে রয়েছে- গুগোল পিক্সেল ৩, গুগোল পিক্সেল ৩ এক্সএল, স্যামসাং গ্যালাক্সি এস এইট, স্যামসাং গ্যালাক্সি এস এইট আলট্রা, ওয়ান প্লাস ৫, ওয়ান প্লাস ৫টি ইত্যাদি। এছাড়াও অন্যান্য ২০১৭–১৮ সালের স্মার্টফোন যা ওরিও বা পাই-এ চলছে।

আপনার করণীয়

আপনার স্মার্টফোনের সেটিংসে গিয়ে অ্যান্ড্রয়েড ভার্সন পরিক্ষা করুন। আপডেট থাকলে ইনস্টল করে নিন। আর যদি এটি ওরিও বা তার কম হয়, তাহলে ক্রোম ব্রাউজারের ১৩৯তম সংস্করণ ইনস্টল করতে পারবেন না।

   
Banner

About

Popular Links

x