Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষামন্ত্রী: নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের নতুন চিন্তাধারার পথ দেখাবে

শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনা আর চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না। নতুন শিক্ষাক্রম তৈরি হয়েছে শিক্ষার্থীদের নতুন কিছু জানাতে ও শেখাতে। যা তাদের নতুন চিন্তাধারার পথ দেখাবে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১১:১১ পিএম

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, “পড়াশোনা আর চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না। নতুন শিক্ষাক্রম তৈরি হয়েছে শিক্ষার্থীদের নতুন কিছু জানাতে ও শেখাতে। যা তাদের নতুন চিন্তাধারার পথ দেখাবে।” এ সময় তিনি তৃণমূল পর্যায়ের গবেষকদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে দিনাজপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুনতাসির মামুন।

About

Popular Links