Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ময়মনসিংহ-কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোট ৯ মার্চ

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:০৪ পিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি বলেন, “ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হবে।”

সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আনিছুর রহমান বলেন, “একইদিন আরও তিন-চারটা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও উপজেলা, জেলা পরিষদে উপনির্বাচন হবে। এর বাইরেও মৃত্যুজনিত কারণে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এই সবগুলো নির্বাচন একইদিনে অর্থাৎ ৯ মার্চ অনুষ্ঠিত হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। বাকি নির্বাচনগুলো ব্যালট পেপারের মাধ্যমে হবে। আনুষ্ঠানিক তফসিল দিলে আরও বিস্তারিত জানা যাবে।”

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সংরক্ষিত আসনের ভোট নিয়ে যাচাই-বাছাই হচ্ছে। যেহেতু আইনের বাধ্যবাধকতা আছে যে, সংসদ নির্বাচনের এক মাসের মধ্যে করতে হয়। তাই সহসাই হয়ে যাবে।”

   

About

Popular Links

x